জীবনের পাওয়া না পাওয়া

মানুষের জীবনে সব কিছুই যে পুর্ণ হবে তা কিন্তু সঠিক নয়। সবার জীবনেই কিছু না কিছু অপূর্ণতা থেকেই যায়।তাই আসুন আমরা আমাদের নিজেদের জীবনকে ভালবাসতে শিখি।এবং হার না মানা পথে চলতে শিখি।

পূর্ণতা আসে কর্মে তাই আমি বলব আসুন আমরা আমাদের কাজকে ভালবাসি।

যে যে স্থানে আছেন সে সেই স্থানকে ভালবেসে আগামীর পথচলার বাকী জীবনটাকে আরও আলোকিত করে তুলি